পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-১১] :: কাস্টম ফন্ট ব্যবহার করুন আপনার তৈরি করা অ্যাপসে্ (রিকুয়েস্ট টিউটোরিয়াল)
আসসালামু আলাইকুম,
আমি আল ইমরান, BDTechStore-এর পক্ষথেকে আপনাদের সবাইকে সাগ্বতম জানিয়ে এ্যন্ড্রোয়েড Apps তৈরির ১১তম পর্বের টিউটোরিয়াল শুরু করলাম।
আমি আল ইমরান, BDTechStore-এর পক্ষথেকে আপনাদের সবাইকে সাগ্বতম জানিয়ে এ্যন্ড্রোয়েড Apps তৈরির ১১তম পর্বের টিউটোরিয়াল শুরু করলাম।
আজ আমি কথা বলবো না শুধু কাজের কথাই বলবো। যারা আমার আগের টিউটোরিয়াল দেখেন নাই তারা নিচের লিংকে ক্লিক করে দেখে আসুন।
এন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করার সকল টিউটোরিয়াল :idea:
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০১] :: চারটি অ্যাপস্ ব্যবহার করে নিজের ইচ্ছে মত এ্যন্ড্রোয়েড Apps তৈরি করুন এ্যন্ড্রোয়েড ফোন দিয়ে।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০২] :: যেভাবে একটি এন্ড্রোয়েড অ্যাপসে্ তৈরি করার প্রজেকট শুরু করবেন।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০৩] :: যেভাবে একটি এন্ড্রোয়েড অ্যাপসে্ লিস্ট ভিউ ব্যবহার করবেন।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০৪] :: যেভাবে একটি এন্ড্রোয়েড অ্যাপসে্ লিস্ট ভিউ তে আইকোন এবং Html ফাইলকে লিংক দিয়ে ব্যবহার করবেন।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০৫] :: যেভাবে একটি এন্ড্রোয়েড অ্যাপসে্ লিস্ট ভিউ এর পেজ সেট করবেন।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০৬] :: যেভাবে একটি এন্ড্রোয়েড অ্যাপসের ডেভেলপার পেজ সেট করবেন এবং প্রোজেকট গুলো প্যাক করে একটি অ্যাপস বানাবেন।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০৭] :: যেভাবে তৈরি করা এন্ড্রোয়েড অ্যাপসটির নাম এবং আইকোন সেট করবেন এবং নিজের মত একটি অ্যাপস্ বানাবেন।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০৮] :: যেভাবে তৈরি করা অ্যাপসটি আনপ্যাক করবেন এবং লোডিং পেজ সেট করবেন এবং আবার অ্যাপস্ বানাবেন।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-০৯] :: বাটন তৈরি করুন ফেসবুক/ইউটিউব এর আপলোড বাটন এর মত।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-১০] :: Navigation Drawer Styles তৈরি করুন ফেসবুক/ইউটিউব অ্যাপস্ এর মত।
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-১১] :: কাস্টম ফন্ট ব্যবহার করুন আপনার তৈরি করা অ্যাপসে্ (রিকুয়েস্ট টিউটোরিয়াল)
- পিসি ছাড়া এ্যন্ড্রোয়েড অ্যাপস্ তৈরি করুন [পর্ব-১২] :: তৈরি করুন SMS অ্যাপস আর আপনার বন্দু দের চমকে দিন এন্ড্রোয়েড অ্যাপস ডেভেলপার হয়। (এটি ফুল টিউটোরিয়াল)
আজকের টিউনের বিষয় কিছু কথা
আমরা গত পর্বে যে কাজ গুলো করলাম আজকের টিউটোরিয়ালে আমরা আমাদের তৈরি করা অ্যাপসটি আনপ্যাক করবেন এবং কাস্টম ফন্ট ব্যবহার করবেন এবং আবার অ্যাপস্ বানাবেন। অবশ্যই টিউটোরিয়াল গুলো মনযোগ সহকারে দেখবেন আশা করি সকলেই পারবেন। আর আজকে নতুন ১টি ফাইলের দরকার হবে এবং ২য় পর্বে যে ফাইল গুলো দিয়েছি সেই ফাইল দিয়ে কাজ করতে হবে।আজকের ফাইল
৫৭ কাস্টম ফন্ট ডাউনলোডআজকের ভিডিও টিউটোরিয়াল
My Facebook ID
My Facebook Groups
My Facebook Like Page
No comments